রুঢ়

    ✍️অসীম দেববর্মা

   আতপের মুখোমুখি হতেই
     আতরের গন্ধ গন্ধহীন, 
    মাঠের সোনালী আবরণ
     হাট মুখী হতেই বর্ণহীন! 
      জোগানের দুটো হাত
   জোগান শেষে প্রত্যাশীদের
        দলে ভিড় জমায়, 
  রুগ্ন দেহ, ঝলসানো স্বপ্নের
   পরতা দিনান্তে অপ্রাপ্তির
          চাদরে জড়ায়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ