✍️রাজদীপ ঘোষ
হ্যা, ঠিক! এটাই ঠিক যে
আমি প্রেমিক হতে পারি নি।
এই বেকার জীবনের সাথে
একটা সাদামাটা মেয়ের জীবন জরিয়ে,
তার সেই আলোকময় জীবন
আমি নষ্ট করতে চাই না।
কিন্তু তাকে আমি প্রচন্ড ভালোবাসি।
নিজের জীবন থেকে ও প্রচন্ড ভালোবাসি,
তাকে চোখের সামনে দেখলেই
মন বলে তাকে বলতে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
হতে পারে সে-ও ভালোবাসে!
কিন্তু মাঝপথে রয়েছে একটা বাধা-
আর সেটা হলো বেকারত্ব।
কোনো বাবা-মা একটা বেকার ছেলেকে
নিজের কন্যার স্বামী হিসেবে চাইবে না।
সবাই চাইবে প্রতিষ্ঠিত ছেলের সাথে,
নিজের মেয়ের গাটছড়া বাঁধতে।
এই ভাবেই বোধ হয় অনেক সম্পর্ক
তৈরী হত্তয়ার আগেই ভেঙ্গে যায়।
বুকে এক জ্বালা, যন্ত্রনা নিয়েই
অনেক অপ্রতিষ্ঠিত প্রেমিক বেঁচে থাকে।
আর অনেকে এই জীবন নষ্ট করে ফেলে।
এটাই বোধহয় অসমাপ্ত এক প্রেমের কাহিনী।
0 মন্তব্যসমূহ