🖋অঙ্কিতা বর্মণ ঘোষ
পুত্র শিশু কান্না নয়,
কঠোরতা তোদের শ্রেষ্ঠ সই।
কন্যা শিশু তর্ক নয়,
কোমলতা তোদের জীবন সই।
পুত্র তুই কৈশোরে পক্ক,
শক্ত কিন্তু নিবি বড্ড।
কন্যা তুই কৈশোরে পক্ক,
বাহিরের জগৎ বড্ড শক্ত।
পুত্র তুই যৌবনে এলি,
কর্ম তোর জীবন সঙ্গী।
কন্যা তুই যৌবনে এলি,
পরকে আপন করবি বুঝি।
মাতৃযন্ত্রণা অগ্নিদগ্ধসম কন্ঠে বাঁধে
পিতৃযন্ত্রণা নারিকেলসম বাহ্যিক কষ্টে আঁকে।
বাবা..খাতা– কলম, পোষাক—পরিচ্ছদ কই?
মা রান্না- বান্না সেবা যত্ন পাই!
বার্ধক্যে মাতা— পিতা হীন
পুরুষ জীবনে ছত্র ঋণ।
বাহ্যিক যন্ত্রণা একাই বাঁধেন!
বার্ধক্যে মাতা—পিতা হীন,
নারী জীবনে ছত্র ঠিক।
স্বামী বাহ্যিক যন্ত্রণা শব্দে বন্ধে!
অন্তিমকালে ঘরে সাঁঝে বৃদ্ধ জীবন
অন্তিমকালে ঘর বন্ধে বৃদ্ধা জীবন ।
পুত্র বধূদের সংসার যন্ত্রণা
বৃদ্ধা কেবল সহ্য করে একা
বৃদ্ধ তা বোঝে না পাঁকা।
কারো মনে ব্যতিক্রমী প্রশ্ন আঁকে
জীবনসজ্জা ওল্টেও কিন্তু সাঁঝে।
তবে, আমার মনে প্রশ্ন বন্ধে
এক কে'জি তে একটি নষ্ট পঁচা
পাড়ে কিন্তু নজর একা!
নারী আর পুরুষ বল,
জীবন যাত্রায় কষ্ট বড়!
0 মন্তব্যসমূহ