🖋বিপ্লব গোস্বামী
সোনার আগন মাস
গোলা ভরা ধান,
ঘরে ঘরে পিঠাপুলি
কি মধুর ঘ্রাণ !
আনন্দে মত্ত কৃষাণ
গায় সারি গান,
কৃষাণীর মুখে হাসি
উল্লসিত প্রাণ।
উৎসবে মেতেছে আজ
কৃষকের বাড়ি,
পূজা ব্রত আলপনা
পিঠা হাঁড়ি হাঁড়ি।
0 মন্তব্যসমূহ