যেতে হবে বহুদূর

               ✍️দিলীপ মালাকার

আমাকে যেতে হবে বহুদূর
জীবনের কড়া নিয়মে ;
জানি কষ্ট হবে! 
তবে, অসম্ভব কিছুই নেই এখানে। 

মাঝে মাঝে ভেঙে পড়ি, ওঠে দাঁড়ায় ;
বিশ্বাস করি একদিন সত্য হবে সবই। 
বাস্তবতায় ঠিকই ফিরবে
 আজ কল্পনার যত ছবি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ