✍️ - সায়ন মজুমদার |
বিপদ তুই আমার কাছে খুব প্রিয় তুই(বিপদ) আসলে চেনা যায় কে আসল বন্ধু। আর কে শত্রু বিপদ তুই আমার কাছে খুব প্রিয় তুই(বিপদ) আসলে সেই মানুষের ডাক পাই আমি, যে আমাকে মুশকিল সময়ে আমার সাথে মিষ্টি ভরা কথা বলে, আমার সাহায্য নেই এবং এই বিপদ থেকে উদ্ধার হয়। তাই বলি বিপদ তুই আমার কাছে খুব প্রিয়। তুই(বিপদ) না থাকলে চিনতাম না আমি কে বন্ধু আর কে পর। তুই না থাকলে চিনতাম না কত মানুষ প্রয়োজনে ডাকে, আর প্রয়োজন শেষ হলে টিস্যু পেপারের মতন ডাস্টবিনে ফেলে দেয়। সেজন্যেই বিপদ তুই আমার কাছে খুব প্রিয়। |
0 মন্তব্যসমূহ