✍️কাজী নিনারা বেগম
এক বুক ভালো বাসার চিন চিনে ব্যথা,,
আজও তোমায় প্রিয় অনুভব করাতে পারিনি আমি অযোগ্য তোমার ভালো বাসার।।
নীরবেই চুরি হল ভালো বাসার সিন্দুক খানি,,
রেকাবে থাকা লাল গোলাপের তোড়ায় খসে পড়া পাপড়ির ক্ষত চিহ্নের মতো নিমজ্জিত ভালবাসা।।
কতটা রঙিন স্বপ্নে বিভোর একেছি রঙিন তুলির আচড়কেটে ,,
ভালো বাসার ছবি ফুটে উঠবে শিল্পী লিওন দা ভিঞ্চির ছবিতে।।
লুকিয়ে থাকা ভালো বাসার মধূর এই কথোপকথনে,,
অধভুখন্ডের অনাকাঙ্ক্ষিত ভালো বাসা।।