যদি কষ্ট হতো

    ✍️সম্রাট শীল

কষ্ট যদি স্বপ্ন হতো,
অনায়াসে ধরা দিতো।
ধরা দিতো ইচ্ছের শেকড়,
বেঁধে নিতো আমায় ভিড়ের মাঝে।।

কষ্ট যদি প্রেম হতো,
ইচ্ছে করেই পাশে বসতো।
আসতো কতো সুখ আহ্লাদের পাখি।
ডানার ঝাপটায় প্রেম মাখতো,
ক্লান্ত ভুলানো এক গভীর রাতের সাজে।।

কষ্ট যদি ইচ্ছে হতো,
নিমিষেই জয় করতো এক ব্যার্থ প্রেমিক,
তাঁর প্রেমিকার মন।
উদ্দীপনা জাগাতে পারতো,
প্রেমিকার মনে ফেলে আসা,
প্রেমিক পাওয়ার ব্যস্ততায়।
ঢেউয়ের মতো বারবার,
কাছে আনতে পারতো।
এক ভিক্ষুক রূপে,
নিখুঁত ভালোবাসার চাহিদায়
এইভাবে যদি কষ্টের মতো সঙ্গি হতো,
আমি ভালোবেসে,
কষ্টের প্রেমিক হতাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ