কবিতার জন্ম

   ✍️ দেবানন্দ দে

না, দেখিনি
কোন অশ্রু চিবুক বেয়ে ঝরে পড়তে
আমি দেখিনি।
কোনদিনও ঝরনার ধারা,
নদীর ধারা, সাগরের ধারা
তোমার দু'চোখ বেয়ে
ঝরে পড়তে দেখিনি।

শুধুমাত্র বিসর্জনের দিনে
বইতে দেখেছি আমার চোখের ধারা
তোমার নয়নে, তাই তুমি মহামায়া।

কল্পনার নারীকে ভালোবেসেছিলাম
তোমাকে নয়, কারণ তুমি কাঁদতে জাননা,
সর্বদাই হাসি মুখে বুঝিয়ে দাও
তোমার আলয় বরদ~ভূমিতে।

মাটির শরীর যেদিন হারিয়ে গেল
নোনতা চোখের জল মিস্টি লাগলো,
আকাশ আরো গাঢ় নীল হয়ে উঠলো
তারারা অনেক বেশী কাছে চলে এলো
তুমি কাঁদলে না, অশ্রু দানায়
আমায় বাঁধলে না।

শুধু বলে গেলে ~
হাসিতেও অশ্রু ঝরে
নির্বাক নয়নে বহে যায় নদীর ধারা,
তোমার সান্নিধ্যে এসেছিলাম
মাতৃত্বে জন্ম দিতে একটি কবিতা
জন্ম দিয়ে গেলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ