জীবনের গান

🖋প্রতীক হালদার 

কখনও একা , কখনও সবাই 
জীবন চলে বয়ে,
দুঃখ-ব্যথা-হাসি-খুশি
সব কিছুকেই সয়ে ।

জীবন কখনও থমকে দাঁড়ায় 
হাজার অভিমানে,
কখনও আবার সচল থাকে 
জীবনের জয়গানে ।

সুখের জোয়ার কখন আসে 
ভরিয়ে যে দেয় প্রাণ,
দুঃখের ভাঁটা কখন আবার 
দেয় শত অপমান ।

জীবন মানেই চলতে হবে 
পেরিয়ে সকল বাঁধা,
জীবন এত নয় তো সহজ 
সত্যি গোলক-ধাঁধা।

শক্ত হাতেই হালটা ধরে 
করতে হবে জয়,
জীবনের গতি সঠিক রাখতে 
সরাতে হবে ভয় ।

এগিয়ে যাব, থামবো নাকো 
রাখবো মনে জোর,
আঁধার ভেঙে জীবন জুড়ে 
আসবে নতুন ভোর ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ