✍️ সুশীল দাস
আকাশ হতে ধার করে এনে
সখী পড়াবো নীল শাড়ি,
সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর
তোমায় বানাবো নীলাম্বরী।
বনের থেকে খুঁজে নিয়ে
সোনালী বন ফুল,
দুই কানেতে পড়িয়ে দেবো
ঝুমকো কানের দুল।
কালি মায়ের রূপের মতো
কালো হবে কপলের টিপ,
কাজল কালো চোখটি তোমার
কাজলেতে হবে ঝিক ঝিক।
গোলাপের রঙ চুরি করে
রাঙিয়ে দেবো ঠোঁট,
আজকে তোমায় ছাড়ছিনা
দেবোনা একটুও ছূট।
স্বর্ণ লতিকা ছিরে
বানিয়ে দেবো চুড়ি,
সব মিলিয়ে দেখবে তুমি
হয়েছো বঙ্গনারী।
0 মন্তব্যসমূহ