✍️স্বরূপা দত্ত
ঝিম্ ধরা ধূসর বিকেল
ঘর ফেরা ক্লান্ত পাখিদের ডানা বেয়ে
নেমে আসে অন্ধকার
তারাহীন আকাশ, নিস্তব্ধ চারপাশ।
দূরে কোথাও লাইট হাউজের ক্ষীণ আলো
হিম শীতল সমুদ্রাভিযান।
দিগভ্রান্ত এক নাবিক,
হু হু বাতাস, পাঁজরে চাপা ইতিহাস।
ঝুল বারান্দার ফুরিয়ে আসছে সময়
চোখের মণি আবিষ্ট নীলাভ আলো, হ্যালুসিনেশন
তারপর? তারপর ব্ল্যাক আউট।
0 মন্তব্যসমূহ