তারাদের দেশে

🖋অভিজিৎ চক্রবর্ত্তী

রাতের আকাশে চাঁদের দেশেতে তারাদের লেগেছে ভীড় । 
অবুঝ মন আজ আনন্দের ঝর্ণায় হয়েছে অস্থির ।। 
সীমাহীন মহাকাশ জুড়ে লেগেছে চাঁদের হাট । 
দিশাহীন মাতোয়ারা মন ভুলেছে পথ ঘাট ।। 
অন্ধকারের সমুদ্রলোকে জোনাকি আলো জ্বলে । 
মন হারানোর দেশে আজি রয়েছি আপন ভুলে ।। 
দিনের শেষে আধাঁর দেশে দেখি কত রূপ । 
কত কথা আসে ভেসে তুবও থাকি নিশ্চুপ ।। 
মেঘের ভেলা গিয়েছে আজি কোথাও হারিয়ে । 
মাথার উপর একলা আকাশ আমায় জড়িয়ে।। 
কত আপন জন ছেড়ে গেছে আমায় হয়েছে রাতের তারা । 
আমি একা রয়েছি পড়ে হয়ে বাঁধন ছাড়া ।। 
মনের কোণে ছিল কত লুকানো গোপন কথা। 
পারিনি আমি বলতে তোমায় তাইতো এত ব্যাথা ।। 
স্বপ্ন গুলো পুষে রাখা মনের গোপন ঘরে। 
হয়তো একদিন হারিয়ে যাবো ওই তারাদের ভীড়ে ।। 
তখন আমায় খোঁজবে সবাই জ্বালিয়ে রঙ মশাল। 
দেখবে আমায় আকাশ পাড়ে পাবে না নাগাল।। 
ইচ্ছে গুলো শুকিয়ে যাবে মনের মণিকোঠায় । 
দূর গগনে দেবো পাড়ি মৃত্যুর আঙ্গিনায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ