নীরবতা

    ✍️সুস্মিতা মহাজন 

ভরা মধুমাস চারিদিকে শুধু রঙের খেলা,
তবু আমার দরজায় কড়া নাড়ে অবহেলারা।
কত প্রেম আসে ভালোবাসার অজুহাতে, 
হারিয়ে যায় কোথায় কে জানে!
সে পড়ে থাকা কুনোব্যঙ হয়ে
নিস্তব্ধতার ঝড় তোলে বাতাসে। 
একে একে যুদ্ধ চলে সবেতে,
আর আমি ভাবি ছেলেখেলা!
তুফান উঠে কাঙালের ঘরে-
বুকের ভাষায় নীরবতা শুয়ে বসে কাঁদে ;
আমার দরজায় শুধু কড়া নাড়ে অবহেলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ