হবেই হবে জয়

     ✍️সুজন দেবনাথ

আঁকাবাকা পথে চলছে জীবন
আমি যে সরল পথের পথিক।
সম্মুখে নিত্য চলে জটঝামেলা
তাতে সদা রাস্তা খুঁজি সঠিক।।

ভালো মন্দের গোলক ধাঁধায়
নিজেকে হারিয়ে ফেলি রোজ।
প্রিয়জন তো অনেকেই আছে
কিন্তু কেউ রাখেনা তো খোঁজ।।

নিত্য চলার পথে কত যে বাঁধা
অজানা বিপত্তির আনাগোনা।
তবুও এগিয়ে চলবো বলেই তো
শত শত বিষাদের দিন গোনা।।

আঁধার যামিনী কাটবে নিশ্চয়ই
জীবন প্রভাতে হবে সূর্যোদয়।
অঙ্গ জুড়াবো সোনার আলোয়
জানি একদিন হবেই হবে জয়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ