সম্পাদকীয়

    সম্পাদকীয়..........................................✍️

'নবোন্মেষ' পত্রিকা'তে সজ্জন-সজ্জনাদের শীতকালীন উষ্ণ শুভেচ্ছা। শীতে যে শুধু বনভোজন হয়, বড়দিন পালন হয় অথবা ইংরেজি নতুন বছরের আনন্দে উল্লাসিত হয় তেমনটা কিন্তু নয়। শীতে কবি-লেখকদের শীতকম্পিত হাতও যেন নানান সাহিত্যের মনভোজন সূচনা করে যায়। শীতকালীন বনভোজনের বিকল্প হিসাবে শীতকালীন সাহিত্য আড্ডাও করা যায়। তাতে পেট না পূর্ণ হলেও মন কিন্তু পরিপূর্ণ হতে বাধ্য। যাইহোক, এবার 'নবোন্মেষ' পত্রিকাও সজ্জন-সজ্জনাদের শীতের উষ্ণ হাতে ডিসেম্বর ই-ম্যাগাজিনটি বিশাল বড়ো অনলাইন সাহিত্য আড্ডা সৃষ্টি করেছে। সম্পাদকের হৃদয়ের শীত-ঋতুর শেষ উষ্ণবিন্দু থেকে এবং 'নবোন্মেষ' পক্ষ থেকে সকলকে প্রাণভরা শুভেচ্ছা এবং শুভকামনা।
                   গৌরাঙ্গ সরকার
               (সম্পাদক, নবোন্মেষ)
                 শিবশঙ্কর দেবনাথ
             (সহসম্পাদক, নবোন্মেষ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ