✍️সপ্তশ্রী কর্মকার
জোড়াতালির সংসারে জীবন হয় সঙ,
পেটের সার্কাসে ক্ষিদের ঘুরপাক খেয়ে।
মন মরুভূমিতে চোখ ধাঁধানো অসুস্থ ক্ষত
নেই উপায় সারানোর ঔষধ আঁচলে।
যখন অষ্টমঙ্গলার শাড়ি বেঁচে আনি
চার পোয়া চাল আর নুন।
অভিশপ্ত বাড়িঘরে কুয়াশার ওমে,
জ্বর আসে নিভন্ত চুলার কাঠ কয়লার ছাই হয়ে।
যেন ভালোবাসা, তস্কর রূপী সেবিকা হয়ে জানালার গা বেয়ে বেরিয়ে গেছে
ফেরিওয়ালা হয়ে।
0 মন্তব্যসমূহ