শিক্ষকতায় প্রাপ্তি

   ✍️  অভিজিৎ সরকার


অনেক বছর ধরে শিক্ষকতা করে আসছি।

এই শিক্ষকতার মধ্যে থেকে যায়,
 যা বলা যায় না।

কিন্ত আজ দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতায়,
এমন এক ঘটনা ঘটেছে যা আমার দুটি চোখ ভরিয়ে দিল।

জানিনা এমন কি ছিল তার কথার মধ্যে,
সে এসেছিল আমায় টিউশনের বেতন নিয়ে,

সে তার ব্যাপারে বলছে, আমিও বলছি কত কি।

সে যেন তার জীবনে সফল হতে পারে সেই আশীর্বাদ টুকু করি।

এই ভাবেই প্রতিটি শিক্ষার্থী যেন তাদের নিজের পায়ে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রার্থনা প্রভুর নিকট।

কথা বলতে বলতে সে বলে ফেলল যে কাকু, তুমার সেই বকনি, তুমার সেই শাসন, তুমার ওই টিটকারি, তুমার ওই আদর পাব কোথায়?

ঠিক সেই মুহূর্তে আমিও আর কিছু বলে ঊঠতে পারলাম না।

আমার মুখ কিছু সেকেন্ড এর জন্য বন্ধ।

সে চলে গেল কিন্তু আমার চোখের জল টাকে ধরে রাখতে পারলাম না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন