✍️ মিঠু মল্লিক বৈদ্য
এই লজ্জা রাখবো কোথায়?
অকাদেমির এতো অধঃপতন দেখে
দাবানলের মতো জ্বলছে কবিতারা।
আগামী প্রজন্মের তীর্যক প্রশ্নবাণে হতাশগ্রস্থ শব্দপ্রেমিক, "হাম্বা বাম্বাও বুঝি যোগ্য পথদর্শী?"
ওপারে রবীন্দ্র,বঙ্কিম,শরৎ,জীবনানন্দ
শব্দের চমকে রচেছিলেন যাঁরা বাংলার ভিত
খুঁজে খুঁজে অস্থির হাম্বা বাম্বার মর্মার্থ।
কলঙ্কিত বাংলার ইতিহাস, ব্রাত্যের পরাক্রম
আকাদেমির সার্বভৌমত্ব হরণ।
কলুষিত বাংলা ,বিকৃত মস্তিষ্কে প্রাঞ্জলতার অপহরণ,
দীর্ঘ বছরের সুখ্যাতি ভূলুণ্ঠিত,মনের কোণে
তীব্র অভিযোগ,অহসনীয় খ্যাপামীতে বিপর্যস্ত শিল্পশৈলী।
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নির্লজ্জতা
ক্ষমতায়ন,লোভ আর সততাহীন মানুষদের মুখ।
অপমানিত নোবেলজয়ী ঠাকুর,
দিনে দিনে দুষিত প্রাণের ভাষা
মেধা মননে তীব্র ক্ষয়, অপদস্থ কলম।
আবেগহীন,দিশাহীন,প্রেরণাহীন কবিতারা
লজ্জায় মুখ লুকায়,গুমরে মরে নির্জনে।
অথচ লোভী বুদ্ধিজীবী! গর্ববোধে
হাসে নির্লজ্জের হাসি। পৃথিবীর কোণায় কোণায়
যার তিরস্কার,লজ্জায় অবনত শির।
রাজনীতির নক্কারতার ঘটুক অবসান
আকাদেমী হউক সততা আর জ্ঞানের পূজারী,
আগামীর সমুখে দাঁড়াক সোজা শিরদাঁড়া নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন