বিষ্ফোরণ

   ✍️  অভ্রজিৎ দেবনাথ

এই দিনটি বেছে নিলাম
স্মরনীয় করে রাখতে,
তুমি প্রস্তুত, উঠে দাঁড়াও
বিদায় নেওয়ার সময় হয়েছে

কাছে এসো ,
তোমার চোখে দেখেছি জ্বলন্ত সক্রেটিস;
মতবিনিময়ের সময় নেই
আমি বিষ্ফোরণ দেখেছি
প্রচন্ড অগ্নিকাণ্ড তোমার জন্য প্রতীক্ষামান,
ভয় নেই,
কমবয়সী বিপ্লবীরাই বেশি বোমা ফাটায়।

একটি মন্তব্য পোস্ট করুন