পথে পথে ঘুরি
একা দেশ দেশান্তরে ছুটি,
আমি এক যাযাবর।
আমার নেই কোনো ঠিকানা
নেই আমার বাসস্থান,
আমি এক যাযাবর।
নেই আমার কোনো দেশ
নেই মাথার উপর ছাদ,
আমি এক যাযাবর।
আমারও মন আছে,
আছে কিছু আমারও
চাওয়া পাওয়া।
নেই কোনো প্রত্যাশা,
নেই কোথাও
চিরকাল থাকার আশা।
পথে পথে ঘুরি, তোমাদের মাঝে
আমি এক যাযাবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন