✍️ সুমিতা স্মৃতি
বৈশাখ তুমি উওপ্ত, প্রখর তোমার উত্তাপ।
মানবজাতির কাছে তুমি মস্ত এক অভিশাপ।।
কখনো দাও মাথাফাটা রোদ,কখনো বা কালবৈশাখী।
জীবকূলকে নিয়ে আসো তুমি সর্বনাশের মুখোমুখি।।
নদীনালা শুকনো সব, শুকিয়ে গেছে ভূমি।
চারিদিকের ধূলোবালি দেখে মনে হয় মরুভূমি।।
ঘর্মাক্ত শরীর আর ক্লান্ত চেহারা।
সূর্যের উত্তাপে তখন সকলেই বেচারা।।
আম, জাম, তরমুজ রসালো সব ফল।
এসি আর পাখাগুলো'ই গ্রীষ্মের সম্বল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন