✍️ সংহিতা ভট্টাচার্য
পৃথিবীটা বড়ই অদ্ভুত !!
সাদাকে সাদা, কালোকে কালো বলে না!
ভালোকে ভালো, মন্দকে মন্দ বলে না!
দুর্দন্ড প্রতাপে শত্রু দমন করে না।
পৃথিবীটা বড় খেয়ালি
সুখের ঠিকানায় বাসা বাঁধে না
মুক্ত আকাশে পায়রা ওড়ায় না
স্নেহের পরশে জড়িয়ে ধরে না।
তবুও স্বপ্নের সিঁড়ি বেয়ে
জীবনের গান গেয়ে
জীবন বয়ে চলে ...
যোগ বিয়োগের ভুলে
এক পা দু' পা ফেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন