নাম না জানা

    ✍️ ঈশানী ভট্টাচার্য্য

ধুসর প্রান্তরে আমি একাকী,
নির্জনে,
চিল চিৎকার___
সূর্য অস্ত গেল,
অনুভূতির তাড়নায় তাড়িত___
জীবনের সব আকাঙ্ক্ষা 
মিশে যাচ্ছে,
ওই,ওইযে,
মাটির মুখ গহ্বরে।
অলি জিহ্বার উত্তরণ, 
মাঝে শুধু অনুভূতির ছা-পোষা গন্ধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন