আবার হোক সূর্যোদয়

    ✍️ বিজিত গোস্বামী

উগ্র তামস ভেঙ্গে জয় হোক স্তরের
জয় হোক সংঘাত সংঘর্ষ পরিবর্তনের।

আকাশ কালো মেঘের দলে সতর্ক শিহরণ
নিস্তেজ পৃথিবী ঘুমাও এবার তার কুলে---
শোষণ দমন পীড়ন যাক্ মুছে এবার
ক্ষমা করো তার শত অপরাধ।

দাও সুযোগ একটি বার---
ভোর আলিঙ্গন সূর্যোদয়ে বুলিয়ে বুলিয়ে দাও পরশ
দেখো তুমি কতো সুন্দর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন