মায়াময় ভালোবাসা

    ✍️ ইমরান খান রাজ 

আমায় ডেকে নিও, 
কোন এক সূর্যাস্তে। 
দু'জনে নদী তীরে বসে, 
কাটাবো সময়। 

আমায় ডেকে নিও, 
কোন এক বর্ষায়। 
দু'জনে খোলা মাঠে, 
করবো বৃষ্টিস্নান। 

আমায় ডেকে নিও, 
কোন এক জোছনায়। 
দু'জনে মেতে উঠবো, 
মায়াময় ভালোবাসায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন