✍️ চন্দন পাল
স্বজনের ভালবাসায় ভাললাগায়,
আঙ্গুলে তোমার ছোঁয়া অনুভব করি।
এবার জিভে এসে বস মা কটা দিন ।
আমি নিঁখুত নই, তোমারই অতিনগন্য সন্তান,
পারো কী ফিরায়ে মুখ।
একলব্য! জীবন তোমারই অপযশ ।
জিভে এসে বস কটা দিন।
কাঁটাজিভ ছুটে ---
বুঝতে না বুঝতে একে একে সব যায় দূর।
অথচ যা চাইনা তাই কেন শুনে যায় স্বজন!
যা চেয়েছি তার চেয়েও দিয়েছো বেশি
আর কটা দিন, আশ্রয় সাশ্রয় বাঁধা থাক।
সব সুখ ওপারে ! মন থেকে দূরে যাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন