তোমার খোঁজে

    ✍️ পৌষালী ভৌমিক

জানিনা সে কেমন দিন,
দেখা হয়েছিল যেদিন।
মরীচিকাকে 'তুমি' ভেবে,
এগিয়ে ছিলাম বহুদূর।
বুঝতে পারেনি অবুঝ মন,
তোমার অস্তিত্ব এখনো যে সুদূর।
ভুল করে 'তুমি' ভেবে জানিনা
কেন বাড়িয়েছিলাম হাত,
বুঝিনি আমি সে যে নও তুমি,
তোমারই প্রতিরূপে 'তুমি' দিয়েছিলে ডাক।
স্বপ্নকে 'তুমি' ভেবে কাছে টেনে নিয়ে,
বানিয়েছিলাম এক স্বপ্নের নদী,
সেই নদী শুখলো আজ,
কেন তা বুঝতে পারিনি আমি।
উত্তাল হাওয়াকে 'তুমি' ভেবে
চেয়েছিলাম করে নিতে নিজের,
ভুল ছিলাম আমি বুঝিনি আগে
তুমি যে নও তো এত কাছের।
কেন 'তুমি' দিলে দেখা বল আমায়,
সবকিছু ভুলে যেতে চাই শুধু জানতে তোমায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন