ছুঁতে কতদূর?

    ✍️ দিলীপ মালাকার

আমার চলমান জীবন হঠাৎ
কোনো এক ঘুম না আসা রাতে জিজ্ঞাসা করে, 
' গন্তব্যের উড়ন্ত পতাকা ছুঁতে কতদূর ? '

আমি নিশ্চুপ, 
আঘাত করা প্রশ্নের কড়া তাপে ;
ফুরিয়ে যায় শব্দভাণ্ডার
 উত্তর ' দীর্ঘশ্বাসে ' । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন