✍️ কানু বনিক
সত্যি করে বলতো তুই রাঙ্গামাটির পথ ছুঁয়ে যাস নি,
আমি কিন্তু তাঁর পাশেই ছিলাম ;
আমি ঠিক বুঝতে পারি নি,
বটবৃক্ষের নিচে ছিলাম ধ্যানে মগ্ন,
বৃষ্টিরা আলতো ছুঁয়ে গেছিলো আমার স্বপ্ন;
ঠিক তখনই তোর নিঃশ্বাস পড়েছিল আমার অলিন্দে,
আমার ধ্যান ভেঙ্গে গেল,
চমকে উঠলাম
দেখতে পেলাম, দ্রাঘিমা বরাবর তোর চলে যাওয়া;
স্নিগ্ধ রেখাতেই তোর থমকে যাওয়া
এই শতাব্দী কি কারো খেয়াল রাখে?
নিজেকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়,
না হলে ইমনের খেয়ালে চূর্ণ-বিচূর্ণ এই স্বরলিপি,
এই বিশাখা তোকে না কতবার বলেছি
গোলাপের পেছনে ছুটবি না,
বনফুলই আজকাল সবার খেয়ালে
এতেই চলে মাঙ্গলিক বোঝাপড়া,
শুধু জেনে নিতে হয়,
আকাশ প্রদীপটা আর কতটুকু আলো দিয়ে যাবে,
যদি সীমানা ছাড়িয়ে একটু এগিয়ে যাওয়া যেতো,
সবার মাঝে বেঁচে থাকাটা একটু অন্যরকমের অনুভূতি
বসন্ত কি শুধু তোর মনের ভেতর?
আর কি কারোর নেই?
জানি সেতো কোনো বাঁধা মানে না,
তবুও একটু বুঝে শুনে চলতে হয়;
অনেক তো হলো বসন্ত বসন্ত খেলা
এবার না'হয় একটু মাটি ছুঁয়ে কথা বলা,
একটি বার সত্যের মুখোমুখি হয়ে দেখতো
কঠিন হলেও অনেকটা আনন্দের;
সংকীর্ণতার পেছনে না দৌড়ে
বাকী সময়টা পরব্রহ্মের জন্য উজাড় করে দিস,
ইহকালে কিছু না হলেও পরকালে অনেককিছু পেয়ে যাবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন