উদারমনা বাবার কাছে যা করতাম আবদার,
চেষ্টা করত প্রাণপণ সকল চাহিদা মেটাবার।
কখনো প্রয়োজনে টাকা পয়সা চাইতাম যত,
তার থেকে বেশি টাকাই বাবা আমায় দিত।
বাড়তি টাকা থাকলেও সেটা রাখতাম জমিয়ে,
প্রয়োজন মত খরচ করতাম সে টাকা বাঁচিয়ে।
বিভিন্ন পোশাকে দেখতাম অন্যদের পড়নে।
তবু মনে আবদার করা ছিল না আমার ধরনে।
শিক্ষার মাঝে বাবার মতে গেলাম অন্য ঘরে,
লেখাপড়াটাও চালাতে পারিনি আবদার করে।
হয়তো বাপের আবদারী কন্যা হলেই ভালো।
জীবন স্বাদ অনুভবে,থাকে না আগোছালো।।
0 মন্তব্যসমূহ