একাকিত্বের সাধ

কলমে 🖊️ সানিয়া জাহান

এই ব্যস্ত শহরে যখন আমি একা,
তখন ব্যস্ত শহর আমার বড্ড বোকা ।

নিস্তব্ধ হাওয়া করে গুনগুন
তখন মনে গানের ঝুমঝুম।

পাখিদের গানগুলি যেন নতুন শুনা,
নতুন করে চিনে ফেলা।
অবুঝে দীর্ঘনিশ্বাস
জীবন হবে সুন্দর এটা আমার বিশ্বাস।।

কত ভাবনারা খেলে,
আবার দোলে।
      পৃথিবীর প্রত্যেকটা
কণাবিন্দুকে অনুভূতি,
যখন আমি একাকী।

দুঃখের কথাগুলি যখন মনে তুলে ঝড়,
মন বলে জীবন আবার নতুন করে গড়।
একাকিত্বের সাধ তুমি অবুঝে হাসবে,
তখন কেউ আসবে না,
আসবেনা কেউ একবার ঠকবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ