রিমেল

✍️ গোবিন্দ ধর

আমার শহর কুমারঘাটে
এসছে রিমেল ঢুকছে ঘরে।
আমরা আছি কর্ণাটকে
মন ভালো নয়,অল্পাহারে।

দুদিন কেমন লণ্ডভণ্ড
আঘাত আনলো ঘরদোয়ারে
পথে ঘাটে জল থইথই
জল থইথই পুকুরপারে।

রাস্তাঘাটে ক্ষেতে-মাঠে
পড়ছে ভেঙে গাছগাছালি।
আমার শহর কুমারঘাটে
চলছে জোর জোড়াতালি।

রিমেল এখন চলে গেলেও
ভয় ঢুকেছে লোকের মনে
ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে
ভয়ে ছুটে পশুও বনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ