কিছু সময়কে ভূলতে চেয়ে ডাইরীতে
ইঙ্গিত করে রেখেছিলাম ।
ভেবে ছিলাম এই সময় গুলি জীবনে
আর কোন দিন দরকার হবে না ।
বছরের পর বছর জল গড়াতে গড়াতে
জীবন যখন সমুদ্র পাড়ে,
সেই ভূলে যাওয়া ইঙ্গিত যেন টেউয়ের
সাথে সাথে আমার কাছে এসে ।
আঁড়ি না মিতালী বুঝতে পারছি না কিছু,
আসলে কোনটায় নয়।
একটু দাঁড়িয়ে থেকে সে টেউ আবার
মিশে টেউয়ের সাথে,
আমি শুধু ইঙ্গিত গুলিকে আকারের
মতো হয়ে যেতে দেখলাম,
ইঙ্গিত ছোট ছিলো লুকিয়ে রাখতে
কষ্ট হলেও,
লুকিয়েই রাখা ছিলো।
আকার তো অনেক বড় লুকিয়ে রাখা গেলো না,
বরং এক আকার থেকে অনেক গুলি
ইঙ্গিতের জন্ম নিলো ।
0 মন্তব্যসমূহ