আজ রক্ত নিশি ভোরে
বিদ্বেষ শোষণ অপশাসনের দ্রোহ,
যে দুঃখ যাপিত বাঙালি মানুষটি
বন্দিনী মায়ের শৃঙ্খল মুক্তির কোলাহলে
আবির্ভাব হয়েছিল চুরুলিয়ায়
সেই বরেণ্য কবিকে স্মরণ করি মনের গহীনে ।
ইসলামিক শিক্ষায় দীক্ষিত
ধর্মনিরপেক্ষ
বিদ্রোহী সত্তায়
দুর্দিনে অহিংস
অসহযোগ মিছিলে
নির্ভীক চিত্তের
মানবতাবাদী যে মানুষটি
উচ্ছল
দরাজ কন্ঠে পরাধীনতার অগ্নিবীণা মূর্ছনায়
কারারুদ্ধ হয়ে শুনিয়েছিল
জীবনের জয় গান
সেই সাম্যবাদী সংগ্রামী কবিকে স্মরণ করি ।
সর্বহারা পথবাসী চিরপথিকের মুক্তির
অগ্রদূত
বলিষ্ঠ ভাবমূর্তির
যে মানুষটি
মহাবিদ্রোহী রণক্লান্তহীন
ব্রিটিশের বিষ জ্বালা নিয়ে
আনন্দময়ীর আগমনে দৃঢ় একা উন্নত
শিরে
ধূমকেতুসম অগ্নিশলাকা হয়ে
ফণী তুলেছিল
সেই চিরবিদ্রোহী বীর কবিকে
স্মরণ করি,
স্মরণ করি প্রত্যহ
এখন রক্তনিশির স্বাধীন ভোরে ।
0 মন্তব্যসমূহ