আষাঢ় আসুক


                  রেহানা বেগহেনা

আকাশ যখন তার নীরবতা ভাঙে
বৃষ্টি ঝরায় আমার উঠোন জুড়ে,
আষাঢ়ের কোন এক প্রভাতী বেলায়,
দুঃখগুলো যায় ধুয়ে ---
স্নিগ্ধ শীতল অঝোর ধারায়।
রুগ্ন শুষ্ক মাটি ফিরে পায় প্রাণ,
প্রাণভরে শ্বাস নেয় এক-প্রকৃতি,
খিলখিল করে হেসে ওঠে
ছোট্ট ছোট্ট দূর্বা শিশুদল,
আনন্দে নেচে উঠে দোল খায় ফুল শিশুরাও।

থৈথৈ জলরাশিতে ভরে ভরে ওঠে
নদী নালা খাল বিল
অবিরাম চলে মাছেদের খুনসুটি।

বর্ষা তাই প্রিয় সকলের,
আমারও।
আষাঢ় আসুক,
আষাঢ় থাকুক কিছু সময় আমাদের মাঝে,
আপন করে, নিবিড় ভাবে,
আষাঢ় ধুয়ে নিয়ে যাক -
প্রকৃতির বুকে জমে থাকা আবর্জনা, বিষাক্ত ধুলিকণা।
সাথে করে নিয়ে যাক -
মানুষের মনে জমে থাকা 
অমানবিকতা, হিংসা বিদ্বেষ
জাতপাত ধর্মের ভেদাভেদ।
শুদ্ধ করে দিক আষাঢ়ের জল 
মানুষের মন মনন চেতনা বিবেকবোধ।

আষাঢ় আসুক এমনি করে বারে বারে
প্রতি বছর আমাদের দেশে - পৃথিবীর বুকে।
শীতল ধারা ঝরুক অবিরত পৃথিবীর শুষ্ক ত্বকে।

আষাঢ় কভু কেড়ে না নিক-
নদীপাড়ের কৃষকের জমি, গরিবের ঘর,
অসহায় মানুষের শেষ সম্বল।
আষাঢ় আসুক বারে বারে, ঘুরে ঘুরে
প্রকৃতির ঘরে, নতুন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ