স্নেহ, মায়া, মমতা,
প্রেম, প্রীতি, ভালোবাসা;
শক্তি, ভক্তি, মুক্তি,
মানবজীবনে নবরত্ন সবার আশা।
হিংসা, ঘৃণা,অহংকার,
চাই না, তার দরকার;
কাম, ক্রোধ, লোভ,
বহিস্কার করবো সরকার।
ভাগ্যদেবতা বড়োই কঠোর,
নবরত্নকে রাখে দুর;
অন্যরা এসে হাজির,
রাহু, কেতু আনন্দ করে
দেয়,আঘাতের সুর।
সমাজে বঞ্চিত, লাঞ্চিত,
পিড়িত,শোষিত যারা,
সর্বহারা হয়ে,চেয়ে থাকতে থাকতে,হয় বাসিমরা;
কপালের লেখা, যায়না দেখা,
আজীবন ঘুরতে হয়, পাড়া পাড়া।
যে করবে,ওর প্রতিবাদ,
মানুষ যে, সেও অমানুষ সেজে;
দিতে আসে,ওকেই ব্রম্মশাপ;
হায়রে বিধাতা, এ কোন বিষধর সাপ।
ধৈর্য্য ধরতে হবে, সহ্য করতে হবে,
জ্ঞান দিতে আসে অনেকেই;
জ্ঞানীর উপর যেদিন বিপদ আসবে,
পালিয়ে বেড়াবে, জ্ঞানের ভান্ডার, সেই জ্ঞানীকেই।
মানবজীবনে নবরত্নের যখন হবে
জয়,
অধর্মের ঘটবে পরাজয়;
শান্তি মৈত্রী স্বাধীনতার আলিঙ্গনে,
অনাথ অসহায় দিব্যাঙ্গদের ও হবে বিজয়।
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
0 মন্তব্যসমূহ