জীবন পাতার খাতার হিসাব
একেবারেই মিলছে না,
কোন ঠিকানায় চলছি ছুটে
কোনো খবর রাখছি না।
হাজার নিয়ম দিচ্ছে করে
জীবনটাকে একঘেঁয়ে,
তবুও আশায় ছুটছি
কেমন
অচেনা কোন পথ বেয়ে।
নিজের মতো বাঁচছি না কেউ
সুখকে দিচ্ছি বিসর্জন,
নিয়মে বাঁধা জীবনটা যে
আছে বা আর কতক্ষন?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন