তুমি বিদ্রোহী মহা বিদ্রোহী নজরুল...
বিশ্ব তাকিয়ে তোমার পানে মশগুল।
তুমি মানবতার পূজারী করো সাম্যের গান।
কান্ডারী! লহ প্রণাম তুমি, জাগো হে মহীয়ান।
তোমার মহান সৃষ্টি সম্ভার ভূভারতের সম্পদ,
বাঙালির হৃদয়ে তুমি মহীয়ান, তুমি শ্রদ্ধাস্পদ।
তোমার শানিত কলমের আঁচড় ছুঁয়ে যায় মনপ্রাণ
রচিয়াছো কতো বিরহ ব্যথা অভিযোগ অভিমান।
দ্রোহের কবি সাম্যের কবি তুমি চির নির্ভীক উদার,
ঈশ্বর প্রেরিত মানব তুমি প্রেমের স্নিগ্ধতায় এনেছো জোয়ার।
অকূতভয় উজ্জ্বল তুমি বাঙালির হৃদয় মন্দিরে
জন্মদিনে শ্রদ্ধা জানাই প্রণাম করজোড়ে।
0 মন্তব্যসমূহ