প্রতিমা দেববর্মা
উনিশ মানে বিশ্বের কাছে স্মরণীয় দিন
উনিশ মানে একাদশ শহীদের জীবন দেওয়া ঋণ l
উনিশ মানে বাঙালি নারী অবলা কমলার শক্তি
উনিশ মানে বাংলার আশা, বাংলা ভাষার মুক্তি l
উনিশ মানে "জান দেবো তবুও জবান দেব না ধ্বনি "
উনিশ মানে ১৯৬১ সালে ভাষা সংগ্রামী র বাণী l
উনিশ মানে নশ্বর ভুবনে শত শহীদের রক্তরেখা
উনিশ মানে ভাষার অস্তিত্ব রক্ষায় বীর ইতিহাস লেখা।
উনিশ মানে কারোর বুক,চোখ ফুটো করে জনজীবন স্তব্ধের পালা
উনিশ মানে একাদশ শহীদের রক্তমাখা বর্ণমালা ।
উনিশ মানে মোদের গর্ব, হিতেশ,কুমুদ রঞ্জন,তারিনী, সুনীল,বীরেন্দ্র
উনিশ মানে শ্রেষ্ঠ রত্ন,
কমলা,সুকুমার, কানাইলাল, চণ্ডীচরণ,সত্যেন্দ্র,শচীন্দ্র l
উনিশ মানে কমলার স্মৃতি রক্ষায় শিলচর ভাষা শহীদ স্টেশন
উনিশ মানে ২০১১ সালে ৫০ বছর পূর্তিতে ব্রোঞ্চের মূর্তি উন্মোচন।
উনিশ মানে প্রতিবছর উনিশে মে ভাষা দিবস আয়োজন
উনিশ মানে -দূর দূরান্ত আগত ভাষা প্রেমীর কবিতা পাঠ,পুষ্পার্ঘ নিবেদন ।
উনিশ মানে সারা জাগানো বাংলা ভাষাভাষীর মনে
উনিশ মানে বাঙালি জয়ের সিংহাসনে,১১ শহীদের অবদানে l
উনিশ মানে ভাষা সংগ্রামীদের প্রণাম জানানো
উনিশ মানে ভাষার কঠিন পথ মসৃণ বুঝানো।
0 মন্তব্যসমূহ