তোমাদের ও হবে একই পরিণতি


                     ✍️শ্যাম মালাকার
   নতুন সভ্যতার উষালগ্ন 
             সমাগত প্রায় ।
কিন্তু সংঘর্ষের সর্বনাশে 
    নতুন সভ্যতা ধ্বংসের প্রান্তে ।
সংঘর্ষ নয় ভারত,
     সমন্বয় চায় ।
সঙ্গে সঙ্গে নেমে এলো ,
  অতীযের অমোঘ প্রতিশোধ ।
         এ প্রতিশোধ নহে , 
                 ছলনা ।
ঘৃনার অগ্নিতে দগ্ধ যে চীন , 
      একথা ভুলোনা ।
জননীর দিকে যেই দিয়েছে আঁচ ।
 করতে চীনাদের গুটিয়ে ভাঁজ,
তাগিয়ে জাওয়ান অস্ত্র কামান , 
    শহীদ হয়েছে বীর জাওয়ান ।
জেগে উঠেছে সভ্যতার বুকে, 
     ভারত মায়ের শত সন্তান ।
           বীর জাওয়ান ।
শেষ করো চীন রাজ , 
    এই হিংসাত্মক বিশ্ব রাজনীতি ।
মনে রেখো চীনা জাওয়ান- 
   রক্তের বদলে রক্ত , 
          তোমাদের ও হবে - 
   একই পরিণতি ।
       সংঘর্ষ নয় -
 ভারত সমন্বয় চায়। 
জননীর বুকে সন্তানের রক্তে - 
 রাঙিয়েছো তুমি ।
 সমন্বয়ের আশায়, 
 রুদ্ধ নিশ্বাসে ভারত দিন গুনছে । 
        অনেক হয়েছে - 
    অনেক শুনেছে , 
অনেক ঝরিয়েছো রক্ত । 
    ভারত মায়ের বীর সন্তান 
           এবার অনেক শক্ত ।
ভারত মায়ের বুকে অমৃত গঙ্গার মতো, 
       রক্তের ধারা বয়েছে । 
ভারত অনেক সহ্য করেছে ।
   শেষ করো চীন রাজ -  
     এই হিংসাত্মক বিশ্ব রাজনীতি ।
মনে রেখো চীনা জাওয়ান ।
   রক্তের বদলে রক্ত ।
তোমাদের ও হবে - 
      একই পরিণতি । 
       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন