✍️ রাজা দেবরায়
বিজ্ঞানকে কোনোভাবেই, কোনো অবস্থাতেই অস্বীকার করা যায় না। সমস্ত কিছুর মূলে বিজ্ঞান আছে। বিজ্ঞানকে অস্বীকার করে কুসংস্কারমুক্ত হওয়া সম্ভব নয়। তবে এটাও ঠিক যে মুখস্থ করে বিজ্ঞানকে আত্মস্থ করা যায় না। বিজ্ঞানমনস্ক হতে গেলে যুক্তি, ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি থাকতে হবে। তার জন্যই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেও অনেকেই বিজ্ঞানমনস্ক হতে পারেন না। স্বচ্ছ দৃষ্টিভঙ্গির অভাব দেখা যায়। কেউ কিছু বলে দিলেই সেটা না খতিয়ে দেখে বিশ্বাস করাটা মোটেই বিজ্ঞানমনস্ক ব্যাপার নয়। বিজ্ঞান অনেক অনেক গুরুত্বপূর্ণ বিশেষ কিছু আবিষ্কার করেছে বলেই আমরা এর সুফল ভোগ করতে পারছি। এই যে বিতর্কে অংশগ্রহণ করতে পারছি সেটাও বিজ্ঞানেরই দান। প্রযুক্তির ব্যবহার আমাদের কতইনা সুবিধে করে দিয়েছে।
বিজ্ঞান যা কিছুর ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পারেনি হয়তো আগামীতে দেবে। কারণ অনেক কিছুই বহু আগে অজানা ছিলো, এখন বিজ্ঞানের দৌলতে জানতে পেরেছি আমরা। তাই বিজ্ঞানের উপর বিশ্বাস হারানো উচিত নয়। বিজ্ঞানই পারে এবং পেরেছে বিশ্বে সুখ, স্বাচ্ছন্দ্য এনে দিতে। তবে এর অপব্যবহার করে আমরাই বিজ্ঞানকে বদনাম করার চেষ্টা করি।
পরিশেষে এটাই বলার, বিজ্ঞানের ছত্রছায়ায় আমরা নিজেদের আরও উন্নত, বিজ্ঞানমনস্ক করে তুলি যেন ভবিষ্যতের পথ আরও মসৃণ, আরও স্বচ্ছ হয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন