শৈশব


                        ✍️স্বরূপা দত্ত

যদি ফিরে যেতে পারতাম
 মায়ের ঘুমজড়ানো  আদুরে কোলে,  
ঘুমপাড়ানির স্বপ্নদেশ থেকে
 রূপকথারা আসত নেমে।
                     
 যদি ফিরে যেতে পারতাম
বাবার ছায়া ছায়া শীতল স্নেহে,
রাতদুপুরে বায়না করা
লজেন্স আর পুতুলের আহ্লাদে।

যদি ফিরে যেতে পারতাম
সবুজে ঢাকা  বিস্তীর্ণ মাঠে
 আমার গ্রামের মেঠো পথ ধরে
 শ‍্যাওলালাগা পুকুরঘাটে।

যদি ফিরে যেতে পারতাম
 একচালার ঐ শান্ত ঘরে,       
   রান্নাবাটি আর লুকোচুরি 
    পুকুরের জলকেলিতে।


ফিরে যেতে চাই আমার শৈশবকালে
এখন যে আর ভাল লাগে না রে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন