✍️চিন্ময় রায়
বিজ্ঞানেরই আশীর্বাদে আজ,
বিশ্ববাসী আনন্দে।
কতকথা প্রকাশিত হয়,
আজ ফেসবুকেরই মধ্যে।
হোয়াৎসঅ্যাপ এর মাধ্যমেতে,
কতো কথাই হয়।
আসুন সকলে মিলে বলি আজ,
সোশ্যাল নেটওয়ার্কের জয়।
ইন্সটাগ্রামের মধ্যে মোরা,
কতো নায়িকাদের দেখে।
কতো যোগসুত্র বেরিয়ে আসে,
সোশ্যাল নেটওয়ার্ক থেকে!
এই সোশাল নেটওয়ার্কের জন্যই আজ,
কত মেয়েরা স্টার।
কেউ করে স্নেক ভিডিও,
আবার কেউবা টিকটকার।
ছেলেরা থাকেন পাবজি-তে আজ,
কেউবা ফ্রি-ফায়ারে।
মোবাইল স্কিনে ক্লিক করে করে,
এনিমিদের মারে।
সোশ্যাল নেটওয়ার্ক মোদের করেছে-
অলস অকর্মণ্য।
তবুও মোরা বেঁচে আছি আজ,
সোশ্যাল নেটওয়ার্কের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন