স্বপ্নপূরণ


               ✍️অনিমেষ গোপ

 বিদ্যা অর্জন অধ্যায় প্রতিকূল জড়িয়ে !
          অসীম আশা নিয়ে নতুনে পদার্পণ।

       নতুন স্বাদ গ্রহণে ভাগ্যের বিড়ম্বনা ।
     একযুগ অবসানে নতুন স্বপ্ন!

        ইচ্ছা শক্তিতে সৃষ্টি হল সাহস!
         অসীম সাহসে শব্দ ভান্ডারে পাড়ি।

         স্বপ্ন পূরণে সাদাসিধে জীবন যাপন।
        প্রতিকূল তুচ্ছ করে শব্দের সন্ধানে!

       ভক্তি-সাহসে শব্দ ভান্ডার মন্থন।
           মন্থনের  ফসল  অমূল্য শব্দ।

     বিনে সুতায় সৃষ্টি শব্দমালা,
             অতি অবিলম্বে সমাদৃত।

    ইচ্ছা শক্তিতে প্রতিকূল জয় করে,
           সীমাহীন শব্দ ভান্ডার করে মন্থন।

    বিধাতা অকৃপণভাবে দিয়েছে শব্দ।
      আশিসে পেয়েছে অর্সিপাসম  লেখনি।

    পিছন-পানে দেখতে হয়নি।
         প্রাতঃ - রজনী শব্দের খোঁজে ব্যাকুল।

     শব্দগুচ্ছ বয়ে নিয়ে গেল,
       স্বপ্নপূরণের সঠিক পথে।

     স্বপ্নপূরণের জয়রথ
        বায়ুর বেগে ছুটছে।

       সীমাহীন গতির কাছে প্রতিকূল হেয়।
   চলছে জয় উল্লাস,- স্বপ্নপূরণ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন