তুই


                  ✍️শিউলী দাস 

বুঝি এক ফালি রোদ্দুরে
অমি দেখেছিলাম তারে 
আমি ডেকেছিলাম নাম অজানা ভিড়ে

আমি অঙ্ক কষে যাই 
কেনো বার বার হারাই 
কেনো শুন্যে ভেসে যাই তবু তোর নিরে

অপলক চেয়ে যতই শূন্য দেখি 
তবুও নতুন গল্প লেখি 
তবু কল্পনার হাওয়ায় ভাসি

তোকে ই শুধু ডাকি 
সব কিছুর মায়া ভুলে 
তোর রঙেতে থাকি.

কবিতার ছন্দ না-ই বা হলি 
না-ই বা আমার ছবির প্রেরণা 
না-ই বা কল্পনার রঙিন ডানা।

তবে জীবন গল্পে প্রতি পাতায় থাকিস 
আগলে আগলে রাখিস 
আর সুখের নাহলেও তবে কষ্টে কিন্ত ডাকিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন