✍️পান্থ দাস
কত মন খারাপের দিনে
তুমিই যে
শেষ আশ্বাস,
পরিবর্তনশীল বটে
বেজায় কঠিন
বোঝা তোমাকে,
এটাই যে মোর
অন্তিম বিশ্বাস ৷
আপন বেগে
বিনা বাঁধায়
ভাসছো বেশ,
করোনি অপেক্ষা
মুক্তা ছড়ানো দিনের,
রাতে যায় যে হয়ে
সব আশাটুকু শেষ ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন