মন অস্থির


                 ✍️পাপিয়া দাস

নদীটার মন অস্থির আজও
 এপার ওপার ভেঙ্গে দিয়ে যায়।
সৃষ্টি তার পাহাড়ের ঢালে।
পাহাড়ের  হাত ধরে ক্রমে
 বাড়ায় সে তার  গতি। 
গতি বৃদ্ধির  দরুণ
চলছে সে উত্তাল  হয়ে।
সে আজ ভুলে গেছে 
পাহাড়  ছিলো তার জন্মদাতা।
যে শিখিয়েছিল  গতি প্রকৃতি।
ভুলে  গেছে তার অস্তিত্ব।
ফিরে যেতে চাইছেনা পাহাড় চূড়ায়।
সে  নিজেকে অধিক বিজ্ঞ ভাবে আজ
অসীম শক্তির অধিকারী।
পাহাড়ের  মায়া ছেড়ে 
সে চলছে অন‍্য নদীর সঙ্গে  মিশতে।
সঙ্গী খুজতে  সে চারিদিকে
ধ্বংস  লীলায় পরিনত করতে 
দিধ্বাবোধ করছে না আজ।
ঐ নদীর মন আজও অস্থির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন