অভিমান

         
            ✍️ পৌষালী ভৌমিক

অভিমানের দাঁড়িপাল্লার ভার ভীষণ ভারী,
অনুভূতির ঝুলিও যেখানে দোল খায়
অভিযোগের আকাশ নয়,শুধুই মনখারাপের হাঁড়ি।
অভিমান অনুযোগে নয়, অপ্রকাশেই প্রকাশ্য,
কেউ বোঝেনা, কেউ বোঝাতে চায়না
অভিমান চিনতে মন জানতে হয় অবশ্য।
অগুনিত না বলতে পারা শব্দেরা ভিড় জমায়,
এরা তবু মুখচোরা, মুখবোজা
কথাদের একা বইতে পারা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়।
জগতে অভিমান করার অধিকার একান্ত আপন,
এ অধিকার কেউ হারাতে চায়না
নিজেকে আবদ্ধ রাখার এ এক জীবন্ত কাফন।
অভিমানগুলো তাই নিজের হয়েই থাকনা,
এ জিনিসের ভাগ-বাটোয়ারাতে মনের বড্ড মানা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন