স্বপ্ন বদল


              ✍️ কৃষ্ণকুসুম পাল

সীমাহীন স্বপ্ন দেখো ক্ষতি নেই।
স্বপ্ন দেখা শেষ হলে,অন্ধ সকলে,
স্বপ্ন ভাঙবে,স্বপ্ন গড়বে,
তোমাকে তোমার মতো চলতে হবে,
পাঁচ মাথার মোড়ে থেমে থেকো না।
তুমিতো তুমি নও,স্বপ্নে কথা কও,
নিত্য দলবদল হোক,হোক স্বপ্ন বদল,
কৃতদাসের লাল,নীল, সবুজে গতি নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন